অর্থনীতিঃ
আর্থিক প্রতিষ্ঠান সমূহের সংগঠন বাংলাদেশ লিজিং এন্ড ফাইনান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) এর একটি প্রতিনিধিদল রোববার ১৯ জুন সচিবালয়ে অর্থ বিভাগের বর্তমান সিনিয়র সচিব ও বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত গভর্নর আবদুর রউফ তালুকদারের সাথে সাক্ষাৎ করেন।
এতে বিএলএফসিএ-এর ভাইস চেয়ারম্যান ও আইআইডিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক কায়সার তমিজ আমীন, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আলী খান ও ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন-এর ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন উপস্থিত ছিলেন।
আর্থিক প্রতিষ্ঠান গুলোর সংগঠন বিএলএফসিএ’র প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ প্রাপ্ত গভর্নরের সাথে আর্থিক প্রতিষ্ঠান খাতের বিরজমান সম্ভবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় করেন এবং সমস্যা সমাধানে তাঁর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত গভর্নর আবদুর রউফ তালুকদার ৩ জুলাই বর্তমান গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষে আগামী ৪ জুলাই নতুন পদে যোগদান করবেন।
-শিশির