সারাদেশঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমাজসেবা অফিসের একটি কক্ষ থেকে এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৫ মে) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি নাচোল উপজেলার মাস্টার পাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে শামীম (৩৩)।

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার (২৫ মে) সন্ধ্যায় নিহতের পরিবারের লোকজন তাকে খুঁজতে আসে। এ সময় অফিসের দরজা খুলে নিহতের মরদেহ জানালায় ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নাচোল থানার অফিসার (ওসি) মিন্টু রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে সমাজসেবার অফিস কক্ষে গিয়ে শামীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

-টিপু

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily