নিজস্ব প্রতিবেদকঃ
আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা, হাতিরঝিল এর উদ্যোগে মগবাজারের বিভিন্ন মহল্লার সুবিধা বঞ্চিত ২০০ পরিবারের মাঝে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ কার্যক্রম আজ সকাল ১১টায় স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার সভাপতি আতাউর রহমান সরকারের নেতৃত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ আলী মোল্লা, প্রশিক্ষণ সম্পাদক গোলাম মাওলা, শ্রমিক কল্যাণের সভাপতি আ.ওয়াদুদ সর্দার ও শিক্ষা সম্পাদক শায়েস্তা খান, শ্রম সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

প্রত্যেককে ১২ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ২ কেজি তেল ২ কেজি ছোলা প্রদান করা হয়।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily