ক্ষুদ্র ও কুটির শিল্পের সেমিনার অনুষ্ঠিত

ক্ষুদ্র ও কুটির শিল্পের সেমিনার অনুষ্ঠিত
ক্ষুদ্র ও কুটির শিল্পের সেমিনার অনুষ্ঠিত

শিক্ষা/কর্মসংস্থানঃ
জেলায় আজ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহৎ শিল্পের সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংযোগ স্থাপন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিক-এর পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মাহবুবুর রশিদ, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির পরিচালক আশরাফুল ইসলাম ও নাসিবের সভাপতি সাকির আলী।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক-এর জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক গোলাম হাফেজ।

অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান বলেন, যশোরসহ দেশের অন্যান্য জেলায় বিসিক-এ নারী উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোক্তা সেন্টার’ করা হবে। চামড়া ও প্লাস্টিক শিল্প এগিয়ে নেওয়ার পাশাপাশি সহজ শর্তে উদ্যোক্তাদের ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে।

-বাসস

FacebookTwitter