লাইফস্টাইলঃ

ডিজিটাল লাইফস্টাইল প্লাটফর্ম ফারিয়া’স মিররে দশ লক্ষাধিক ফলোয়ার যুক্ত হয়েছেন।
শনিবার রাজধানীর গুলশানে একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এই অর্জনের ঘোষনা দেন জনপ্রিয় লাইফস্টাইল ব্লগার নাসরিন আক্তার ফারিয়া।

লাইফস্টাইল জগতের পরিচিত মুখ ফারিয়ার আয়োজনে যোগ দেন দেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং তারকারা।

ফেইসবুকে (facebook.com/MIRRORBYFARIA) ঠিকানায় নিয়মিতভাবে দেশী বিদেশী পন্য ও সেবার ক্যাম্পেইন পরিচালনা করেন এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইফ স্টাইল ভ্লগার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার হবার অভিজ্ঞতা সম্পর্কে নাসরিন আক্তার ফারিয়া বলেন, নারীদের ক্ষমতায়নের জন্য অপার সুযোগ এনে দিয়েছে ডিজিটাল মিডিয়া।

তিনি বলেন, আগামী দিনের ব্যবসায় হবে প্রযুক্তি নির্ভর। আমাদের উচিত প্রযুক্তিকে কাজে লাগিয়ে সামাজিক ও জাতীয় পর্যায়ে উন্নয়নে অবদান রাখা।

ফারিয়া’স মিররের পাশাপাশি ‘ডিভাইন ডিভাস’ এবং ‘মেইকআপ ব্লসম বাই ফারিয়া’ নামে দুটি গ্রুপ পরিচালনা করেন তিনি।

গত তিন বছরে শতাধিক দেশী বিদেশী পন্যের ব্রান্ড প্রমোশনে কাজ করেছে ফারিয়ার প্লাটফর্মগুলো।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily