বিনোদনঃ
শনিবার (২২ জানুয়ারি) রাতে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। জমকালো অথচ ঘরোয়া আয়োজনে আবারও জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করলেন পরী।

পরীর বাসাতেই হয় বিয়ের অনুষ্ঠান। ১০১ টাকা দেনমোহরে এই তারকা দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে তাদের বিয়ের কিছু ছবি। বিয়ের জন্য রাজ ও পরী পোশাকে বেছে নিয়েছিলো সোনালী ও মেরুন রঙ। বর-কনের বেশে সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেল।

জানা যায়, বিয়ের আসরে কেঁদে ওঠেন পরীমণি। তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নেন রাজ। বাবা-মা হারা স্ত্রীকে যেন নির্ভরতার আশ্রয় দিতেই বুক বাড়িয়ে দিলেন স্বামী।

বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন নির্মাতা রেদওয়ান রনি। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি ও অভিনেতা ডি এ তায়েব।

এর আগে গেলো শুক্রবার (২১ জানুয়ারি) দুই তারকার পরিবারের ইচ্ছায় ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় রাজ-পরীর হলুদ ছোঁয়া। তাদের গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছেন!

শুক্রবার রাত থেকেই বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মের হট টপিকে পরিণত হয়েছে ছবিগুলো!

সম্প্রতি পরীমণি মা হচ্ছেন বলে খবর আসে। পরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গেল বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তার বিয়ে হয়। সেই বিয়ে ছিল খুব গোপন। আয়োজন করে বিয়ের আফসোস ছিল। সেই আফসোস অবসান হল ২২ জানুয়ারি।

-টিপু

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily