সারাদেশঃ
কুমিল্লার নাঙ্গলকোটের বৃহস্পতিবার বিকেল বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩০ আহত হয়েছে।
বৃহস্পতিবার বিরুলি গ্রামে বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিরুলি গ্রামের আনোয়ার হোসেন পার্শ্ববর্তী মোগরা গ্রামের ঠান্ডা কালিবাড়ির মেলা উপলক্ষে বেলুন বিক্রির জন্য গ্যাস সিলিন্ডারটি নিয়ে আসেন। বিকেলে আনোয়ার হোসেন বেলুনে গ্যাস ভরে সেগুলো বিক্রি জন্য রেডি করছিলেন।
এসময় সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আনোয়ার ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের নাঙ্গলকোট উপজেলা হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদেরকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এখনও কেউ মারা গেছেন কিনা তা রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি ফারুক হোসেন নিশ্চিত করেননি।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় আহত ১৩ জনকে ভর্তি করা হয়েছে।
-টিপু