”বাইকার গ্যাংস্টার” গ্রুপের ৮ সদস্য আটক

অনলাইন ডেস্কঃ

খিলগাঁও-শাহজাহানপুর এলাকায় ”বাইকার গ্যাংস্টার” গ্রুপের ৮ সক্রিয় সদস্যকে আটক করছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান।

রোববার রাতে খিলগাঁও তালতলার একটি বিকাশ এজেন্টর দোকানে বাইকার গ্যাংস্টার গ্রুপের সদস্যরা ৫০ হাজার টাকা দাবি করে, টাকা না পেয়ে ওই দোকানে তারা গুলি ও ভাংচুর করে। ওই সময় খবর পেয়ে এলাকায় টহলরত র‌্যাব-৩ এর একটি দল এলাকাবাসীর সহায়তায় ৫ জনকে আটক করে। পরে আটকদের তথ্য অনুযায়ী রাতেই শাহজাদপুর থেকে আরো ৩ জনকে আটক করে র‌্যাব।

আটকরা হলেন, মো. মেহেদী হাসান (২২), মো. শাহরিয়ার (২২), কাজী ইউসুফ বিন শওকাত ওরফে অনিক (১৯), মোঃ আমিনুল ইসলাম ওরফে আমিন (২০ ), মো. আবু হুরায়রা আদিব (১৮), মো. সাব্বির হোসেন(১৮), মো. শিশির আহম্মেদ ওরফে সজল (২২), মো. মাজহারুল ইসলাম ওরফে অনিক ইসলাম (২১)।

ওই সময় তিনটি গুলির খোসা, একটি প্রজেক্টাইল, একটি ডামি পিস্তল ও পাঁচটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

জানা যায়, গ্যাং কালচারের নামে দিন দিন ভয়ংকর হয়ে উঠেছে রাজধানীর খিলগাঁও তালতলা এবং শাহজাহানপুর এলাকার কিশোরদের একটা অংশ। এসব কিশোররা মূলত পার্টি করা, হর্ন বাজিয়ে প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালানো ও রাস্তায় মেয়েদের উত্যক্ত করত। গ্রুপটির সকল সদস্যই তরুণ এবং বয়স ১৭-২৪ বছরের মধ্যে।

-আএম

FacebookTwitter