আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় রাতের আধরে একটি বাগানের প্রায় আড়াই’শ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি শনিবার গভীর রাতে পত্নীতলা ইউনিয়নের সাহাজাদপুর এলাকার।

জানা গেছে পত্নীতলা ইউপির মথুরাপুর গ্রামের মৃত অভিরাম এক্কার ছেলে জীবন এক্কা প্রায় তিন বছর আগে সাহাজাদপুর এলাকায় ১০/১২ বিঘা জামিতে একটি আম বাগান করে।

এবারে প্রতিটি গাছেই আম ধরার সম্ভাবনা ছিল বলে বাগানটির মালিক জীবন এক্কা জানায়। শনিবার বিকাল পর্যন্ত তিনি বাগানেই ছিলেন। এরপর বাড়িতে চলে যান। রবিবার সকাল ৯টার দিকে জীবন এক্কা বাগানে গিয়ে দেখেন বাগানের প্রায় আড়াই’শ আম গাছ কে বা কাহারা দিবাগত রাতে শত্রুতামূলক ভাবে কেটে দিয়েছে। যার আনুমানিক মূল প্রায় আড়াই লক্ষ টাকা।

বাগানের মালিক জীবন এক্কা জানায় আমার সাথে কারোরি কোন শত্রুতা নেই তবে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমি একজন জনৈক মেম্বারের পক্ষে কাজ করায় প্রতিপক্ষরা এই কাজ করে থাকতে পারে বলে তার ধারনা।

এ বিষয়ে জীবন এক্কা পত্নীতলা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

উপরোক্ত বিয়য়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানা অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily