আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা থেকেঃ
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা সদর আত্রাই নদীর পূর্বপাড়ে চাঁদপুর গ্রাম হতে ১১ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে একটি চৌকস অপারেশনাল দল বুধবার রাত আনুঃ সাড়ে ১০ টায় নওগাঁর পত্নীতলা উপজেলা সদর আত্রাই নদীর পূর্বপাড়ে চাঁদপুর গ্রাম হতে ১১ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার মামুদপুর গ্রামের আশরাফুল আলমের ছেলে শাকিল হাসান (১৯), মৃত রামবিলাস চৌধুরীর ছেলে শ্রী সুগরিম চৌধুরী (২৩), শ্রী বিমল রাম চৌধুরীর ছেলে শ্রী জীবন কুমার চৌধুরী, হরিরামপুর গ্রামের সহিমুদ্দিন এর ছেলে আঃ হাকিম (৪৫), পালশা গ্রামের নাজিম বাবুর ছেলে মমিত হাসান হিমু (২৬), ব্যাংডোম গ্রামের সায়েদুর রহমানের ছেলে আসিফ রেজা (২৬), চকনিরখিন গ্রামের শহিদুল ইসলামের সৈকত ইসলাম (২৫), বড়চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে মোঃ সাকিব (২২), নজিপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে বাসার আলী (২৪), উত্তর যদুবাটি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে সাব্বির হোসেন (২৬) এবং ধামইরহাট উপজেলার -দেউলবাড়ী গ্রামের আক্কাশ আলীর ছেলে মোস্তাকিন হোসেন (২২)।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে আটককৃতদের মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily