স্বাধীনতা দিবসের মধ্যেই শহীদ বুদ্ধিজীবিদের তালিকা প্রকাশ

স্বাধীনতা দিবসের মধ্যেই সব বুদ্ধিজীবির তালিকা প্রকাশ করা হবে
স্বাধীনতা দিবসের মধ্যেই সব বুদ্ধিজীবির তালিকা প্রকাশ করা হবে

জাতীয়ঃ

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, যেসব তালিকা পাওয়া গেছে, সেগুলো প্রকাশ করা হয়েছে। তবে কিছু আবেদনের ‍যথার্থতা নিরূপণে স্ব স্ব উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে সেগুলো ফেরত পেতে কিছুটা সময় লাগছে। আশা করছি, আগামী ২৬ মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবসের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারব।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বিজয়ের দ্বারপ্রান্তে সুপরিকল্পিতভাবে জাতির মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছিল। খুনিরা মনে করেছিল, বাংলাদেশ স্বাধীন হলেও যেন দেশটা মেধাশূন্য থাকে, এই রাষ্ট্রটি যাতে ব্যর্থ রাষ্ট্র হয়।

তিনি বলেন, আজকে সেই হত্যাকারীরা, যারা আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত, বিভিন্ন দেশে তারা পালিয়ে আছে। আমরা কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালাচ্ছি, আমাদের সরকার এসব খুনি, বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

-টিপু

FacebookTwitter