জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের ‘ওমিক্রন’ শনাক্ত

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত
জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত

স্বাস্থ্যঃ

দেশে প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে। শনাক্তরা জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনাক্তের খবর নিশ্চিত করে বলেছেন, ‘আমাদের দুজন যে নারী ক্রিকেটারের শরীরে অমিক্রন ধরন পাওয়া গেছে, তাঁদের আমরা কোয়ারেন্টিনে রেখেছি। তাঁরা সুস্থ আছেন। তাঁদের যা যা চিকিৎসা দরকার, সেটি চলছে।’

তিনি আরও বলেন, এ দুজনের আশপাশে যাঁরা ছিলেন, তাঁদেরও করোনা পরীক্ষার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ‘আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করছি, এবং যাঁরা তাঁদের পাশে ছিলেন বা তাঁদের সংস্পর্শে এসেছেন সবারই পরীক্ষা করা হয়েছে।’

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়েতে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট নারী দল। কিন্তু করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে সেটি স্থগিত হয়ে যায়।

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ নারী দল এই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায়। সেই আনন্দের মধ্যেই দল ১ ডিসেম্বর দেশে ফেরে।

কিন্তু গত ৬ ডিসেম্বর জানা যায়, দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত। আজ এল তাঁদের ওমিক্রন ধরনেই আক্রান্ত হওয়ার খবর।

তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী
গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা দুজনের ওমিক্রন আক্রান্ত হওয়ার কথা শুনেছি, তবে আইইডিসিআর আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।’

বিকেএসপিতে বিসিবির সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘যেহেতু তারা ওই অঞ্চল (আফ্রিকা) সফর করে এসেছে, তাই তাদের ওমিক্রন শনাক্ত হওয়ার বিষয়ে আমি অবাক হইনি। তারা এখন সবাই আইসোলসনে আছে। আক্রান্ত দুজনসহ দলের সব নারী ক্রিকেটার সুস্থ আছে।’

-টিপু

FacebookTwitter