ভোটের ফল ঘোষণার পর সংঘর্ষ, গুলিতে নিহত ৩

ভোটের ফল ঘোষণার পর সংঘর্ষ, গুলিতে নিহত ৩
ভোটের ফল ঘোষণার পর সংঘর্ষ, গুলিতে নিহত ৩

সারাদেশঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগণনার পরে ফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে তিন যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া চারজন আহত হয়েছেন।

জানা গেছে, সাহাব হুসেন (৩৫) ও মাজহারুল (৪০) নামের দু’জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এবং আদিত্য নামে আরও একজন রংপুর নিয়ে যাওয়ার পথে মারা যান। তাদের বাড়ি ঘিডোব গ্রামে। আহতদের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কেন্দ্রে দায়িত্বরত গ্রামপুলিশ সদস্য সগেন্দ্রনাথ জানান, রবিবার রাত ৮টার দিকে ভোটের ফলাফল গণনা পর বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তার সমর্থকরা প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ফেলে।

এরপর পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এলে তাঁর গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ করে।

প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে তাদের ওপর আক্রমণের চেষ্টা করা হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

-টিপু

FacebookTwitter