আইন আদালতঃ
কুমিল্লায় পূজামণ্ডপে ‘কোরআন’ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ৭১টি মামলা এবং ৪৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (১৮ অক্টোবর) রাতে পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে আরও বলা হয়েছে, মামলা ও আটকের সংখ্যা আরও বাড়তে পারে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লার ওই ঘটনায় দেশের বিভিন্ন জেলায় মন্দির ও বাড়িঘরে ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে। এই ঘটনার জেরে চাঁদপুরের পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষে চারজনের মৃত্যু হয়।
অবশেষ রোববার (১৭ অক্টোবর) রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পীরগঞ্জে হামলায় ২০টি বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
-কেএম