অনলাইন ডেস্কঃ
আজ রাতেই ঐক্যফ্রন্টের নেতাদের নামের তালিকা পাঠানো হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবরে।
প্রতিনিধি দলে থাকছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার চেয়ারম্যান কামাল হোসেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আরও চার নেতা; খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস।
জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে সক্রিয় জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন, সাবেক দুই সংসদ সদস্য এস এম আকরাম ও সুলতান মো. মনসুর আহমেদ যাচ্ছেন গণভবনে।
এছাড়াও যাচ্ছেন জেএসডির আ স ম আবদুর রব, তানিয়া রব, আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী ও মোস্তফা মহসিন মন্টু এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।
-আরবি