অর্থনীতিঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মধ্যে অন-লাইন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২৯ আগস্ট ২০২১, রবিবার ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানী সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও বিডা-র পরিচালক (ওএসএস) জীবন কৃষ্ণ সাহা রায় এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় বিডা-র নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, মহাপরিচালক নিখিল কুমার দাস ও নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভূঁইয়া ও আহমেদ জোবায়েরুল হক উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংক অন-লাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের মাধ্যমে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করবে।
-শিশির