আটোয়ারীতে কঠোর বিধি নিষেধ পালনে পুলিশের শো-ডাউন

আটোয়ারীতে কঠোর বিধি নিষেধ পালনে পুলিশের শো-ডাউন
আটোয়ারীতে কঠোর বিধি নিষেধ পালনে পুলিশের শো-ডাউন

মনোজ রায় হিরু, আটোয়ারী, পঞ্চগড়ঃ
দেশব্যাপী শুরু হওয়া কঠোর বিধি নিষেধ (২৩জুলাই-৫আগষ্ট) আরোপের প্রথম দিন করোনা কালীন সময়ের সাহসী সম্মূখ যোদ্ধা ”বাংলাদেশ পুলিশ” পঞ্চগড় জেলা পুলিশের নির্দেশক্রমে আটোয়ারী থানা পুলিশ মোটর সাইকেল শোভাযাত্রা বের করেছে।

শুক্রবার (২৩ জুলাই) সকালে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন ও সাব ইনসপেক্টর দীপেন্দ্র নাথ সিংহের নেতৃত্বে থানা হতে মোটর সাইকেল শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আটোয়ারীর বেশ কিছু হাটবাজারে সচেতনতা মূলক প্রচারনা শেষে থানায় এসে শেষ হয়।

বৈশ্বিক মহামারি কোভিট-১৯ এর বিস্তার রোধে চলমান কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে আটোয়ারী থানা পুলিশ তাদের নিয়মিত কাজ-কর্মের বাইরেও মাঝে মধ্যে এমন শোভাযাত্রার আয়োজন করে থাকে।

সম্প্রতি উপজেলায় করোনা সংক্রমন ও মৃত্যু বেড়ে যাওয়ায় উপজেলাবাসীকে বিধি নিষেধ পালনে উৎসাহিত করতেই মূলত: শোভাযাত্রার আয়োজন করে পুলিশ এমনটি জানান আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন।

উল্লেখ্য, গত ২২ জুলাই পর্যন্ত উপজেলায় করোনা পজিটিভ ২৯১ জন এবং মৃত্যু বরণ করেছেন ১০ জন। বর্তমানে ১২৬ জন চিকিৎসাধীন।

করোনার প্রাদুর্ভাব শুরু থেকে অদ্যাবধী কোভিট-১৯ এর বিস্তার রোধে আটোয়ারী থানা পুলিশের অবদান প্রসংশনীয়।

-শিশির

FacebookTwitter