অনলাইনঃ
ঢাকার মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিংয়ে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে এক পরিবারের তিনজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন আজ শনিবার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

অগ্নিদগ্ধ তিনজন হলেন- মো. সোহেল (৩৫), তাঁর স্ত্রী লাবণী আক্তার (২৫) এবং তাঁদের দুই বছরের ছেলে মুরসালীন।

আজ শনিবার ভোর ৫টার দিকে উদ্ধার করে আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সামন্ত লাল বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। দু বছরের বাচ্চা মুরসালীনের অবস্থা খুবই খারাপ। সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই।

এ ছাড়া মো. সোহেলের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। সোহেলের স্ত্রী লাবণী আক্তারের শরীরের ২০ শতাংশের বেশি পুড়ে গেছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, ‘ঘটনা শুনেই আমরা সেখানে গিয়ে দেখি টিনশেডের ঘরে আগুন জ্বলছে। ততক্ষণে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে বাইরে বের করে আনে।

আগুন নিয়ন্ত্রণে এনে তারপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে এই ঘটনা ঘটেছে।

-টিবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily