সারাদেশঃ
গতকাল সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার হয় কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল ৪টা নাগাদ ময়নাতদন্ত শেষ হয়। পরে মুনিয়ার মরদেহ ঢাকা থেকে কুমিল্লার বাগিচাগাঁওয়ে বড় বোনের বাসায় নিয়ে যাওয়া হয়। বাদ আছর জানাজার নামাজ শেষে কুমিল্লা নগরীর টমছমব্রিজ কবরস্থানে মা-বাবার কবরের পাশেই সমাহিত হয় মুনিয়ার মরদেহ।

এদিকে, কুমিল্লায় নেয়ার পর মুনিয়ার বড় বোন ইসরাত জাহান তানিয়া জানান, মুনিয়া নিয়মিত ডায়রি লিখতেন। সেখান থেকে অনেক তথ্য পাওয়া যেতে পারে। এটি কি আত্মহত্যা, নাকি হত্যা সেটি পুলিশী তদন্তেই বেরিয়ে আসবে।

প্রসঙ্গত, সোমবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হলেও মুনিয়ার স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
-শি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily