সারাদেশঃ
চট্টগ্রামে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে মাহিন (২০) নামে এক পুলিশ কর্মকর্তার ছেলে নিহত হয়েছে।
শুক্রবার চট্টগ্রামের আকবর শাহ থানার শাপলা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। মাহিনের বাবা মইনুল ইসলাম নগরীর খুলশী থানায় এসআই পদে কর্মরত।
পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ায় ছেলেকে বকা দেন মইনুল ইসলাম। এরপর দুপুরে পিতার পিস্তল দিয়ে নিজের বুকের গুলি করে মাহিন। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।
-কেএম