লাইফস্টাইলঃ
ভারত ও বাংলাদেশের সমন্বিত মার্কেটের এর এক নম্বর ব্র্যান্ড নীহার ন্যাচারালস-এর অ্যাম্বাসেডর হলেন মেহেজাবীন চৌধুরী
ভারত ও বাংলাদেশের সমন্বিত মার্কেটের এর এক নম্বর হেয়ার অয়েল ব্র্যান্ড নীহার ন্যাচারালস বাজারে নিয়ে এলো অ্যান্টি হেয়ার ফল বিউটি অয়েল ব্র্যান্ড নীহার ফাইভ সিডস অয়েল।

৫ টি বীজের সমন্বয়ে তৈরি তেলটি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর একটি নতুন সংযোজন, যা চুল পড়া রোধ করে চুলের সৌন্দর্য বর্ধনে সাহায্য করে।

ব্র্যান্ডটি সম্প্রতি দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহেজাবীন চৌধুরী-কে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে।

নীহার ন্যাচারালস-এর সাথে যুক্ত হওয়ার আনন্দ প্রকাশ করে মেহেজাবীন বলেন, “নীহার ফাইভ সিডস হেয়ার অয়েল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি খুবই আনন্দিত। চুল পড়লে আমাদের বিউটি মিটার ডাউন হয় এবং তা রোধ করতেই নিয়মিত চুলের সৌন্দর্য চর্চায় আমি ব্যবহার করি নীহার ফাইভ সিডস হেয়ার অয়েল।

ভারত ও বাংলাদেশের সমন্বিত মার্কেটের এর ১ নম্বর অ্যান্টি হেয়ার ফল বিউটি অয়েল ব্র্যান্ড-এর অংশ হতে পেরে আমি যতটুকু আনন্দিত তার থেকেও বেশি আনন্দিত এমন একটি হেয়ার অয়েল ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে যার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।”

তিনি আরও বলেন, “নীহার ফাইভ সিডস অয়েল-এর মতো এমন একটি অভিনব পণ্যের অংশ হতে পারে আমি সবচেয়ে বেশি আনন্দিত। এই পণ্যের বোতলে রয়েছে একটি অভিনব ক্যাপ, যাতে ৫ টি হারবাল বীজ রাখা আছে।

বোতলের ক্যাপে এই বীজগুলো ব্যবহারকারী নিজেই দেখতে পাবেন। নীহার ফাইভ সিডস হেয়ার অয়েল আমার চুল পড়া রোধ করে চুলকে সুন্দর রাখতে সাহায্য করেছে।”

নীহার ফাইভ সিডস অয়েলে রয়েছে একটি অভিনব ক্যাপ, যেখানে দেখা যাবে সরিষা দানা, মেথি, কালোজিরা, লাউয়ের বীজ এবং তিলের মিশ্রণ। পণ্যটির অনন্য প্যাকেজিং-এর ফলে ব্যবহারকারী বীজগুলো নিজেই স্বচক্ষে দেখতে পাবে।

প্রতিবার ব্যবহারের সময় বোতলে থাকা নারিকেল তেল ক্যাপে থাকা বীজগুলোর সাথে মিশে যায়। তেলটি ব্যবহারের জন্য বোতলটি কাত করুন, ক্যাপের মধ্যে তেলটি কয়েক মিনিট ভেজান, ঢালুন, এবং চুলে ব্যবহার করার জন্য।

মেহেজাবীন চৌধুরী দেশের সকলের কাছেই অতি পরিচিত ও প্রিয় একটি মুখ। একজন পছন্দের ও সর্বজনস্বীকৃত তারকা ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি কাজের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর নারীদের নানানভাবে উৎসাহিত করে থাকেন তিনি। চুল পড়ার মতো একটি সমস্যা প্রতিরোধে নীহার ফাইভ সিডস হেয়ার অয়েলের মতো কার্যকরী একটি পণ্য তুলে ধরার জন্য তিনিই সুযোগ্য তারকা ব্যক্তিত্ব।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আশীষ গোপাল বলেন, “নারীদের চুলের সৌন্দর্য নিশ্চিত করতে চুল পড়া সমস্যা দূর করতে আমরা দিতে চাই একটি সহজ ও কার্যকরী সমাধান। চুল পড়া বন্ধ করে সুন্দর চুল উপহার দেওয়ার জন্য নীহার ফাইভ সিডস অয়েল একই সাথে আধুনিক ও প্রাকৃতিক একটি পণ্য। নীহার ফাইভ সিডস অয়েল আধুনিক নারীদের সৌন্দর্য বর্ধনে সেরা সমাধান এবং এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নীহার ফাইভ সিডস হেয়ার অয়েলের মতো কার্যকরী একটি পণ্য প্রতিনিধিত্বে তিনিই সুযোগ্য তারকা ব্যক্তিত্ব ।”

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily