পোশাক সরবরাহকারীদের বৈশ্বিক বাণিজ্যে সেরাই‘র চমক

পোশাক সরবরাহকারীদের বৈশ্বিক বাণিজ্যে সেরাই‘র চমক
পোশাক সরবরাহকারীদের বৈশ্বিক বাণিজ্যে সেরাই‘র চমক

ব্যবসা-বাণিজ্যঃ
বিশ্ব বাণিজ্যকে আরও সহজ করে তুলতে এইচএসবিসি দ্বারা পরিচালিত ডিজিটাল বিটুবি প্ল্যাটফর্ম সেরাই আয়োজন করেছে ২ দিনব্যাপী ভার্চ্যুয়াল ইভেন্ট।

এর মাধ্যমে বাংলাদেশী আরএমজি উৎপাদনকারীরা বিশ্বজুড়ে ক্রেতাদের কাছে নিজেদের নতুন প্রযুক্তি এবং পণ্যসামগ্রী প্রদর্শন করেছে।

“ইয়োর নিউ সোর্সিং ডেসটিনেশন, বাংলাদেশ” শীর্ষক ইভেন্টটিতে এশিয়া, ইউরোপ, অস্টেলিয়া এবং উত্তর আমেরিকা’র ৩০ টিরও বেশি আন্তর্জাতিক ক্রেতা ও ব্যান্ডদের কাছে, অংশগ্রহণকৃত ১৪ জন দেশীয় সরবরাহকারী তাদের পণ্যসামগ্রী তুলে ধরে।

সেরাই-এর সিইও বিবেক রামাচন্দ্র বলেন, “সেরাই-এর জন্য বাংলাদেশ একটি প্রধান মার্কেট এবং এই দেশের আরএমজি সেক্টর নিয়ে আমরা আশাবাদী।

কোভিড-১৯ এর ফলে আন্তর্জাতিক ক্রেতাদের সাথে স্থানীয় সরবরাহকারীদের যোগাযোগ কঠিন হয়ে পরেছে। সেরাই কিভাবে বিশ্বজুড়ে নিজেদের ব্যবসায় বর্ধনে ক্রেতা, ব্র্যান্ড, সরবরাহকারী ও উৎপাদনকারীদের সাহায্য করে, এই আকর্ষনীয় এবং ক্লোসড-ডোর ইভেন্টটি তারই একটি উদাহরণ মাত্র।

এখানে, আমরা ব্যবসায়ে আগ্রহী ক্রেতাদের কাছে নিজেদের নতুন নতুন পণ্যসামগ্রীগুলো তুলে ধরতে বাংলাদেশী সরবরাহকারীদের একটি প্ল্যাটফর্ম করে দিয়েছি।”

নতুন মার্কেট থেকে সেরা পণ্যের উৎস পেতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিন কোরিয়া, যুক্তরাজ্য, জার্মানী, যুক্তরাষ্ট্র, পেরু, হংকং এর মতো দেশগুলো থেকে সেরাই কর্তৃক নিবন্ধিত ক্রেতাগণ এই ইভেন্টটিতে অংশগ্রহণ করেছে।

বাংলাদেশে অবস্থিত চট্টগ্রাম এক্সপোর্ট প্রোসেসিং জোন (সিইপিজেড)-এর বোনা-পোশাক শিল্পের উৎপাদনকারী ফারকান্টেক্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর খাজা মাইনুদ্দীন ফরহাদ বলেন, “আন্তর্জাতিক ক্রেতগণ আমাদের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনে আগ্রহী।

এ সকল ব্র্যান্ডগুলোকে আমাদের পণ্যসামগ্রী দেখাতে পেরে এবং সম্ভাব্য মূল্য নির্ধারণ করার মাধ্যমে বৈশ্বিক বাজারের মতো এমন একটি বাজার যেখানে সচরাচর আমরা পণ্য সরবরাহ করি না, সেই বাজারের বড় একটি অংশ আয়ত্তে আনতে পেরে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম।”

অংশগ্রহণকারী ক্রেতাদের মধ্যে একজন ছিলেন লিন্ডা এলিস। যুক্তরাজ্যে লেডিস ও মেনজ লঞ্জওয়্যার, ক্লোথিং, বিচওয়্যার এবং অন্যান্য আনুষাঙ্গিকগুলোর বিতরণকারী ও উৎপাদনকারী প্রধান একটি প্রতিষ্ঠান কন্টিনেন্টাল টেক্সটাইল-এর ডিরেক্টর তিনি।

লিন্ডা বলেন, “আমার সবসময় সরবরাহকারীদের সাথে কাজ করার লক্ষ্যে নিজেদের পোর্টফোলিও বর্ধনে আগ্রহী এবং তাই পণ্যের বৈচিত্রময় এই সোর্সিং ইভেন্টটি সত্যিই প্রশংসনীয় ছিল। পোশাকের পরিসর ও গুণগত মানের দিক থেকে সম্ভাবনাময় দেশ, বাংলাদেশ। আমরা ইতোমধ্যে ইভেন্টে অংশগ্রহণকারী কয়েকজন সরবরাহকারীদের সাথে যোগাযোগ স্থাপন করেছি এবং বাংলাদেশী শিল্পকারখানাগুলোর সাথে সম্পর্ক বজায় রাখতে আমরা আশাবাদী।”

এফসিআই গ্রুপ, ডিবিএল গ্রুপ, এনভয় গ্রুপ টেক্সটাইলের মতো বড় বড় প্রতিষ্ঠান সহ ৬০০ টিরও বেশি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে নিজেদের প্ল্যাটফর্মে জড় করেছে সেরাই। পাশাপাশি আরএমজি রপ্তানির উপর ভীষণভাবে নির্ভরশীল দেশ যেমন; অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয়ান দেশগুলো সহ ৬০ টিরও বেশি দেশের ৩০০০ এরও বেশি প্রতিষ্ঠানের ঠিকানা হয়েছে এই প্ল্যাটফর্মটি।

সেরাই-এ প্রস্তুতকারকরা খুব সহজেই নিজেদের ক্ষমতা, সুযোগ-সুবিধা, সার্টিফিকেশন, কমপ্লায়েন্সেস এবং পণ্যের পরিসর গ্রাহকদের কাছে তুলে ধরতে সক্ষম।

বিশ্বজুড়ে ক্রেতা ও ব্র্যান্ডগুলোর সাথে যুক্ত হওয়ার তাগিদে সম্পূর্ণ বিনামূল্যে একটি অনলাইন প্রোফাইল তৈরির সুযোগ দিচ্ছে প্ল্যাটফর্মটি।

আরও পড়ুন:

সেরাই ব্যবসায়ীদের তাদের সাপ্লাই চেইন ট্রেস করার সমাধানসরূপ এন্ড-টু-এন্ড এবং ম্যানেজ কাউন্টার পার্টি রিস্ক সেবা দিয়ে থাকে। তাদের সম্প্রতি উদ্বোধনকৃত ট্রেসাবিলিটি সল্যুশন পোশাক ব্যবসায়ীদের, সাপ্লাই চেইনের মাধ্যমে তাদের অর্ডারের ধারা ট্রেস করতে, সম্ভব্য সাপ্লাই চেইন রিস্কস ম্যানেজ করতে এবং প্রয়োজনে কমপ্লায়েন্সেস-এর ডাটা সংগ্রহের সুবিধা দিয়ে থাকে। এই প্ল্যাটফর্ম হতে প্রদত্ত কাউন্টার পার্টি রিস্ক সল্যুশন, এর ব্যবহারকারীদের অর্থনৈতিক প্রাপ্তি, বাজার ও ক্রেডিট রিসার্চ থেকে শুরু করে সম্ভব্য ঝুঁকি এড়ানো, পর্যবেক্ষণ এবং সুরক্ষা সেবা প্রদান পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ কাউন্টার পার্টি রিস্ক পরিচালনা করতে সুযোগ করে দেয়।

-শিশির

FacebookTwitter