সারাদেশঃ
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা কার্যালয়ের হামলা ও সিএনজি চালক আলাউদ্দিন হত্যার ঘটনায় মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করে আদালতে অভিযোগ দায়ের করেছে নিহতের ছোট ভাই এমদাদ হোসেন রাজু।
রবিবার দুপুর ১টায় মেয়রপুত্র তাশিক মির্জা কাদের ও ছোট ভাই মো. শাহাদাত হোসেনসহ আরও ১৬৪ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ ২নং আমলী আদালতের বিচারক মোছলেহ উদ্দিন মিজানের আদালতে হত্যার অভিযোগ দায়ের করা হয়।
জানা গেছে, বাদী রাজুর পরিচয়পত্র আদালতে উপস্থাপন না করায় মামলার শুনানি হয়নি। তবে বিকেল ৩টায় শুনানি ধার্য করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন, নোয়াখালী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট হাফিজুর রহমান শাহীন। এর আগে দু’দফা কোম্পানীগঞ্জ থানায় আলাউদ্দিন হত্যার অভিযোগ দায়ের করতে গেলে মামলাটির ত্রুটি থাকায় মামলা গ্রহণ করা হয়নি।
আরও পড়ুন:
অপরদিকে গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার নামক স্থানে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি বহরে হামলা ও গুলিবষর্ণের ঘটনায়, কাদের মির্জার অনুসারী বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার বাদী হয়ে ফখরুল ইসলাম সবুজকে প্রধান আসামি করে রবিবার সকালে ৪৫ জনের নাম উল্লেখ করে ৪০-৫০জন অজ্ঞাত করে নোয়াখালী কোম্পানীগঞ্জ ২নং আমলী আদালতে মামলা দায়ের করেন।
-কেএম