জমে উঠছে জনসভাস্থল কাঁঠালবাড়ি

মাদারীপুর থেকেঃ

আজ বিকেল তিনটায় মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী ফেরি ঘাটে শিবচর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলের জনসভাকে ঘিরে রোববার সকাল থেকেই কাঁঠালবাড়ী ফেরিঘাটে আসতে শুরু করেছে বিভিন্ন এলাকার মানুষ।

সরেজমিনে কাঁঠালবাড়ী ঘাট ঘুরে দেখা গেছে, সকাল আটটা থেকেই দূর-দূরান্ত থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে কাঁঠালবাড়ী ঘাটে জড়ো হচ্ছেন নানা শ্রেণিপেশার মানুষ।

এদিকে শিবচরসহ আশেপাশের এলাকা থেকে সকালেই ঘাটে এসে পৌঁছেছেন বীর মুক্তিযোদ্ধারা। এছাড়াও বাস বোঝাই করে আসতে শুরু করেছেন সাধারণ মানুষ।

শিবচরের মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মাতুব্বর বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা যদিও বিকেল তিনটায় তবে আমরা সকালেই সকল মুক্তিযোদ্ধারা ঘাট এলাকায় এসে পৌঁছেছি। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করছি।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। গতকাল থেকেই কাঁঠালবাড়ী ঘাটে বন্ধ রয়েছে নৌযান চলাচল। ঘাট এলাকার চারপাশে ব্যানার, ফেস্টুন, তোরণ, সাইবোর্ডে ঘিরে ফেলা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, জননেত্রীকে শুভেচ্ছা জানাতে আমরা নেতা কর্মীরা প্রস্তুত। আমরা আশা করছি প্রায় দুইলক্ষাধিক মানুষ জনসভায় অংশগ্রহণ করবে।

-এলবি

FacebookTwitter