অনলাইন ডেস্কঃ
২১শে আগষ্ট হামলা মামলায় রায়ের প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ রায়ের মাধ্যমে দেশের মানুষের আশা পূর্ণ হয়েছে।
এখানে যাদের ফাঁসি এবং শাস্তি হয়েছে, দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ হয়েছে। সেদিন বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী ও বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যা করতেই এ হামলা চালানো হয়েছিল। আল্লাহ সেদিন আমাদের নেত্রীকে প্রাণে বাঁচিয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, সেদিন আপনাদের ক্যামেরা বন্দি হয়েছিল। আপনারা দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়েছিলেন এই হামলার চিত্র দেশের মানুষের কাছে তুলে ধরে।
আপনাদের কারণেই জাতি জানতে পেরেছিল সেদিন কত ভয়াবহ ও হৃদয়বিরাক ঘটনা ঘটেছিল, কত নিষ্ঠুরতার শিকার হয়েছিল। প্রধানমন্ত্রী সেদিন রক্ষা পেলেও ২২জন নিহত হয়েছে।
আমাদের যারা তদন্ত করেছেন এবং আমাদের আইনজীবীরা যথার্থই তুলে ধরেছেন। যিনি এ রায় দিয়েছেন সেখানে আমার বলার কিছু নেই। ওনি যথার্থই রায় দিয়েছেন। আমাদের রাষ্ট্রপক্ষ যদি মনে করে এ রায় যথার্থ হয়নি তখন আপিলে যেতে পারেন।
-আরবি