বাস- ট্রেন সংঘর্ষ, নিহত ১১

বাস- ট্রেন সংঘর্ষ, নিহত ১১
বাস- ট্রেন সংঘর্ষ, নিহত ১১

সারাদেশঃ
খোলা রেলক্রসিংয়ে বাসের সাথে ট্রেনের সংঘর্ষে জয়পুরহাটে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

আজ ১৯ ডিসেম্বর, শনিবার সকাল পৌনে সাতটার দিকে সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আরো বেশ কয়েকজনকে আহত অবস্থায় জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, সকালে জয়পুরহাট থেকে ট্রেনটি দিনাজপুরের হিলির দিকে যাচ্ছিল। পথে পুরানাপৈল রেলক্রসিং খোলা থাকায় সেখানে উঠে পড়ে পাঁচবিবি থেকে জয়পুরহাটগামী বাসটি। সেখানে ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়।

আর ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। এরা সকলেই বাসের যাত্রী। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।

উদ্ধারকর্মীরা জানান, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ক্রসিংটির গেট খোলা ছিল ও সংশ্লিষ্ট গেটম্যান ঘুমিয়ে ছিলেন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে যান জেলা প্রশাসক শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১১টি লাশ উদ্ধার করা হয়েছে।

আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়টি তদন্ত করা হবে।’

-ডেআর

FacebookTwitter