বিনোদনঃ
বলিউডের রিমেক কুইন খ্যাত নেহা কাক্কর মা হতে যাচ্ছেন। চলতি বছর অক্টোবরেই বিয়ে হয় তার।

রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দিল্লির গুরুদ্বারে বিয়ে সারেন নেহা।

বিয়ের পর প্রথমে দিল্লি এবং পরে পাঞ্জাবে বসে নেহার রিসেপশনের আসর। পাঞ্জাবে দ্বিতীয় দফার রিসেপশনের পর মুম্বাইতে ফিরে আসেন নেহা-রোহন। মুম্বাইতে ফেরার পর দুবাইতে পাড়ি দেন এই দম্পতি।

ভারতীয় গণমাধ্যমের খবর, দুবাইতে প্রায় ১৫ দিনের হানিমুনের অবসর কাটিয়ে ফের কাজে ফিরেছেন নেহা কাক্কর।

আর মধুচন্দ্রিমা শেষে মুম্বাইতে ফেরার পর এবার নেহা-রোহনের একটি ছবি ভাইরাল হয়। ওই ছবিতে নেহার বেবি বাম্প চোখে পড়ে। এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়।

চারিদিকে একই প্রশ্ন নেহা কী অন্তঃসত্ত্বা? বিয়ের ২ মাসের মধ্যেই এবার প্রথম সন্তান গর্ভে এলো বলিউডের জনপ্রিয় গায়িকার?

যখন এসব নিয়ে হইচই ঠিক সেই সময়ে নেহা বলেন, এবার থেকে খেয়াল রাখো। যা শুনে রোহন বলেন, অবশ্যই এবার থেকে নেহুর খেয়াল বেশি করে রাখবেন তিনি।

-কেএ

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily