আজ মহান বিজয় দিবস

আজ মহান বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস

জাতীয়ঃ
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠতম দিন। প্রায় নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে এই দিন বিশ্বের বুকে মাথা উঁচু করেছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

১৯৭১ সালের এই দিনেই দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যদিয়ে বহু বছর লালিত লাল-সবুজের পতাকা পায় বাঙালি জাতি। জাতির ইতিহাসে এ এক অনন্যসাধারণ শৌর্যবীর্য ও বীরত্বের দিন। আজ সেই স্বাধীন পতাকাপ্রাপ্তির পঞ্চাশতম বর্ষেও পা রেখেছে বাংলাদেশ।

করোনাভাইরাসের মহামারীর কারণে অন্যান্যবারের মতো এবারের বিজয় উৎসব সাড়ম্বরে উদযাপিত হচ্ছে না। তবে দেশের সর্বত্র বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করছে জাতি। রাতের প্রথম প্রহরে আতশবাজি, গান আর আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে দিবসটি বরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আর জাতীয় প্যারেড স্কয়ারে ভোর ৬টা ৩৪ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা।

আগেই জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কারণে এবার হচ্ছে না বিজয় দিবসের কুচকাওয়াজ।

-ডেআর

FacebookTwitter