অনলাইন ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাঙালিরা, এক সময় বিদেশে গেলে সবাই বলত- ও বাংলাদেশ? সবাই বলত ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ ইত্যাদি ইত্যাদি। এখন আর সে কথা কেউ বলে না।
আপনারা নিশ্চয়ই বিদেশে যান যখন, তখন সেটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন। এখন বাংলাদেশ শুনলে মানুষ বলে ও বাংলাদেশ? বাংলাদেশ তো উন্নয়নের রোল মডেল।
আজ শনিবার বিকেলে গণভবনে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের মহাসমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সারা দেশে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২০ হাজার সদস্য রয়েছে। তাদের মধ্যে জ্যেষ্ঠরা পরিচিত হন লায়ন হিসেবে আর শিক্ষার্থীরা লিও নামে। নানা সামাজিক কার্যক্রম নিয়ে এগিয়ে চলছে এ ক্লাবের কার্যক্রম।
গণভবনে আজ কয়েক হাজার লায়ন ও লিওদের উপস্থিতি ছিল। প্রধানমন্ত্রী দেশের উন্নয়্ন-অগ্রযাত্রায় পাশে চেয়েছেন লায়ন্স ক্লাবের সদস্যদের।
শেখ হাসিনা বলেছেন, এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি, যে আমাদের লায়ন এবং লিও সকলেরই একটা দায়িত্ব রয়েছে আপনারা যেমন সমাজসেবামূলক কাজ করেন, এই কাজের মধ্য দিয়েও কিন্তু আমরা আমাদের দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারি। সেটাই আমরা চাই, যে আপনারা ও আমরা একসাথে কাঁধে কাধ মিলিয়েই কাজ করব। সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। দেশকে আমাদের উন্নত করতেই হবে। আজকে বাংলাদশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা দুর্নীতি-সন্ত্রাস, জঙ্গিবাদের ও খুনের রাজনীতি করে, তাঁরা দেশের উন্নয়নে কখনোই মনোনিবেশ করতে পারে না।