মুসলিম ৫ দিন,হিন্দু ৮ দিন,বৌদ্ধ ৫ দিন,খ্রিস্টান ৮ দিন ছুটি

মুসলিম ৫ দিন,হিন্দু ৮ দিন,বৌদ্ধ ৫ দিন,খ্রিস্টান ৮ দিন ছুটি
মুসলিম ৫ দিন,হিন্দু ৮ দিন,বৌদ্ধ ৫ দিন,খ্রিস্টান ৮ দিন ছুটি

অনলাইনঃ
চলতি বছরের ন্যায় আগামী বছরও ২২ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এর একটি বড় অংশই চলে যাবে শুক্র-শনি সাপ্তাহিক ছুটিতে।

আজ সোমবার ২০২১ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

অনলাইনে আয়োজিত মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২১ খ্রিস্টাব্দের ছুটির তালিকা অনুমোদনের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, চলতি বছরের ন্যায় আগামী বছরও সরকারি চাকরিজীবীরা সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি পাবেন। তবে এসব ছুটির সাত দিনই পড়েছে শুক্র ও শনি সপ্তাহিক ছুটির দিন। চলতি বছরও সরকারি ছুটির ৮ দিন পড়েছিল সাপ্তাহিক ছুটির দিন।

তিনি আরো জানান, সরকারি ছুটির একটি বড় অংশ সাপ্তাহিক ছুটিতে চলে গেলেও বিভিন্ন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসবের জন্য এ বছরও ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।

২০২১ খ্রিস্টাব্দে মুসলিম ধর্মালম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে ৫ দিন, সনাতন ধর্মালম্বীদের জন্য রাখা হয়েছে ৮ দিন, বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য রাখা হয়েছে ৫ দিন এবং খ্রিস্টান ধর্মালম্বীদের জন্য রাখা হয়েছে ৮ দিন।

মন্ত্রিসভার অনুমোদনের পর এখন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

-কেএম

FacebookTwitter