ডেস্ক রির্পোটঃ

ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদের (সা.) ব্যাঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে রাজধানীতে ফ্রান্সবিরোধী বিক্ষোভের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বর্তমানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ করছে তারা। সমাবেশ শেষে তাদের গুলশানে ফ্রান্স দূতাবাস অভিমুখে মিছিল করার কথা।

এদিকে বায়তুল মোকাররমের উত্তর গেচে হেফাজতে ইসলামের এই পূর্বঘোষিত কর্মসূচির কারণে রাজধানীর পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আশেপাশের এলাকায় হেফাজতসহ সমমনা ইসলামপন্থী দলগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হয়েছেন।

নিরাপত্তা রক্ষায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। গত শুক্রবার জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ‘সম্মিলিত ইসলামি দলগুলো’ ব্যানারে আয়োজিত সমাবেশে আজকের কর্মসূচি ঘোষণা করা হয়।

সে অনুযায়ী রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার ইসলামী দলগুলোর কর্মীরা আজ ২ নভেম্বর, সোমবার সকাল ৬টা থেকে বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমবেত হতে শুরু করেন।

এদিকে সমাবেশে হযরত মোহাম্মদের (সা.) ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ জানানোর পাশাপাশি ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বক্তব্য রাখছেন ধর্মভিত্তিক দলগুলোর নেতারা। তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রান্সের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও ঘৃণা প্রস্তাব আনার দাবি জানান। এমনকি তারা দেশে ফরাসি দূতাবাস বন্ধ করে দেয়ারও দাবি জানাচ্ছেন।

-কেকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily