অনলাইনে প্রিমিয়ার ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অর্থনীতিঃ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট অর্থনৈতিক মন্দাভাবে কর্মসংস্থানের সুযোগ আগের চেয়ে কমছে। এ রকম পরিস্থিতিতে ব্যতিক্রমী চিন্তাভাবনায় প্রিমিয়ার ব্যাংক এগিয়ে যাচ্ছে।

প্রিমিয়ার ব্যাংক সম্প্রতি তাদের প্রধান কার্যালয়ের লার্নিং এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে ডিজিটাল প্লাটফর্মে নব নিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) এবং ট্রেইনি জুনিয়র অফিসার নিয়ে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) এবং ট্রেইনি জুনিয়র অফিসার নিয়ে আয়োজিত এই কর্মশালায় নব নিযুক্ত অফিসারদের স্বাগত জানান ব্যাংকের সন্মানিত উপদেষ্টা মুহম্মদ আলী; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ ।

এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, উপব্যবস্থাপনা পরিচালক এবং জনসম্পদ বিভাগের প্রধান মো. নাজিমউদ্দৌলা, উপব্যবস্থাপনা পরিচালক ছামি করিম, এসভিপি ও আইটি বিভাগের প্রধান মাশুকুর রহমান এবং এফভিপি ও লার্নিং এন্ড ট্রেনিং বিভাগের প্রধান সাদিয়া মবিন হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

সন্মানিত উপদেষ্টা মুহম্মদ আলী তাঁর বক্তব্যে ব্যক্তি জীবনে সাফল্যের দুটো মূল বিষয় নিয়ে আলাপ করেন- এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছেশক্তি এবং আত্মউপলব্ধি; এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার আহবান তিনি নবনিযুক্তদের প্রতি জানান।

সন্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ তাঁর বক্তব্যে বলেন, “করোনায় সামাজিক নিরাপত্তা বজায় রেখে প্রয়োজনীয় লোকবল খুঁজে নেয়া এবং তাদেরকে দক্ষতা বুঝে সঠিক জায়গায় নিয়োগ দেয়া দুরূহ একটি কাজ, তারপরও করোনা সৃষ্ট মন্দা কাটাতে এবং দেশীয় অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে যখন যেখানে জনবল প্রয়োজন হচ্ছে সেখানে আমরা নিয়োগ দিচ্ছি।“

-শিশির

FacebookTwitter