মৃত মায়ের মুখ দেখলেন কারাবন্দী পাপিয়া

কারাফটকে মৃত মায়ের মরদেহ দেখলেন আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। বর্তমানে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন তিনি। তার বিশেষ অনুরোধে কারা কর্তৃপক্ষ তাকে এ সুযোগ দেয়।

আজ ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার হাসনা জাহান বিথী।

গতকাল ২৮ সেপ্টেম্বর, সোমবার রাত ১০টার দিকে লাশবাহী গাড়িতে করে পাপিয়ার মায়ের মরদেহ এনে জেলগেটে রাখা হয়। কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে সেখানে মায়ের মরদেহ দেখেন পাপিয়া। প্রায় ২০ মিনিট সময় মরদেহ কারাগারের গেটে ছিল। শেষবারের মতো মাকে দেখে পাপিয়া চিৎকার করে কাঁদতে থাকেন বলে সূত্র জানিয়েছে।

অবৈধ অর্থপাচার, জাল টাকার কারবার, মাদক ব্যবসা ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ ওঠার পর পালিয়ে যাওয়ার সময় গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় শামীমা নুর পাপিয়াকে। এসময় তার স্বামী মফিজুর রহমান, মফিজুরের পিএস সাব্বির খন্দকার ও পাপিয়ার পিএস শেখ তায়্যিবাকে গ্রেপ্তার করে র‌্যাব।

এই দম্পতি নানা অপকর্মের মাধ্যমে ঢাকা, গাজীপুর ও নরসিংদীতে বিপুল পরিমাণ সম্পত্তি গড়ে তুলেছেন বলে অভিযোগ পাওয়া যায়। তাদের নামে একাধিক ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, প্লট এবং ব্যাংকে বিপুল পরিমাণ টাকার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে বেরিয়ে আসে।

-কেএম

FacebookTwitter