সারাদেশঃ

কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশা’র আপন ফুফাতো ভাই হাসিনুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের এমপি গলির পশ্চিমের মসজিদের কাছে এই ঘটনা ঘটে। নিহত আওয়ামী লীগ নেতা হাসিনুর রহমান ওই এলাকার ডা. জমির উদ্দিনের ছেলে।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ আরটিভি নিউজকে জানান, হাসিনুর রহমান আজ সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হন। এ সময় দুর্বৃত্তরা হাঁসুয়া দিয়ে তার ওপর হামলা চালায়। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই তিনি মারা যান।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily