আন্তর্জাতিকঃ
চীনে উইঘুর মুসলিমদের মসজিদ ভেঙে সাধারণ মানুষের জন্য পাবলিক টয়লেট বানিয়েছে দেশটির সরকার। বিষয়টি প্রকাশ্যে আসতেই এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
দেশটির উত্তর-পশ্চিমে জিনজিয়াং প্রদেশের আতুশ এলাকার সুনতাগ গ্রামের এই ঘটনা ঘটেছে।
চীনে বসবাসকারী উইঘুরদের পাঁচ হাজারের বেশি মসজিদ ভেঙে দেয়া হয়েছে বলেও জানা গেছে। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
জানা গিয়েছে, চীনের উত্তর-পশ্চিমে জিনজিয়াং প্রদেশের আতুশ এলাকার সুনতাগ গ্রামের বাইরে থাকা টোকুল নামে একটি মসজিদকে ভেঙে সেখানে সাধারণ মানুষের জন্য পাবলিক টয়লেট বানিয়েছে চীনের সরকার। তবে তার ব্যবহার এখন শুরু হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় উইঘুর মুসলিমদের মধ্যে ক্ষোভ থাকলেও ভয়ে কেউ মুখ খুলছেন না।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, ২০১৮ সালে শি জিনপিং সরকার টোকুল নামে ওই মসজিদটি ভেঙে ফেলে। এখন তারা সেখানে পাবলিক টয়লেট বানিয়েছেন। তবে সেটি এখনো ব্যবহারের জন্য খুলে দেয়া হয়নি।
তিনি আরো বলেন, এই এলাকার প্রতিটি মানুষের বাড়িতে শৌচাগার রয়েছে। তাই আলাদা করে বানানোর দরকার না থাকলেও শুধু উইঘুর মুসলিমদের মনে আঘাত করার জন্যই ওই পদক্ষেপ নেয়া হয়েছে।
এছাড়াও টোকুল মসজিদের আশপাশের সব মসজিদই ভেঙে ফেলা হবে বলেও প্রশাসনের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন।
-কেএম