পাকিস্তানের লক্ষ্য ২৪০

স্পোর্টস ডেস্কঃ

ফেভারিট পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরে বাঁচা-মরার এই লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নামে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের, চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল।

অবশ্য মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত পাকিস্তানের সামনে একটা চ্যালেঞ্জিং সংগ্রহ ছুঁড়ে দিয়েছে লাল-সবুজের দল।

দিয়েছে ২৪০ রানের লক্ষ্য।

আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দলীয় মাত্র ১২ রানে তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে বাংলাদেশ। এরপরই চতুর্থ উইকেট জুটিতে মুশফিক ও মিঠুন ১৪৪ রানের জুটি গড়ে দলকে একটা ভালো সংগ্রহের পথ দেখান। মিঠুন ৬০ রান করে ফিরে গেলেও দলকে অনেকটাই এগিয়ে নেন মুশফিক। কিন্তু মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই বাংলাদেশি ব্যাটসম্যান সেঞ্চুরির একেবারেই কাছাকাছি গিয়েও ৯৯ রান করে আউট হয়ে যান। অল্পের জন্য ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি বঞ্চিত হন তিনি।

তবে সেঞ্চেুরি না পেলেও দলকে একটা ভালো সংগ্রহ গড়ে দিতে মূল্যবান অবদান রাখেন মুশফিক। এ ছাড়া মাহমুদউল্লাহ ২৫ ও মাশরাফি শেষ দিকে এসে ১৩ রান করেন।

দীর্ঘদিন পর দলে ফিরে সৌম্য সরকার শূন্য রানে ফিরে গেছেন শুরুতেই। আর মুমিনুল পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদীর শিকার হয়ে ফেরার আগে করেন ৫ রান। লিটন ৬ রান করে আউট হন। বেশিক্ষণ থাকতে পারেননি ইমরুল কায়েসও (৯)।

এদিনের ম্যাচে সবচেয়ে বড় চমক ছিল বাংলাদেশ একাদশে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের না থাকা। চোটের কারণে বাইরে রাখা হয়েছে তাঁকে। তাঁর বদলে দলে নেওয়া হয় মুমিনুল হককে।

নাজমুল হোসেন শান্তর বদলে দলে সুযোগ পান সৌম্য। পেসার রুবেল হোসেন ফিরেন নাজমুল ইসলাম অপুর জায়গায়।

FacebookTwitter