সবুজের বার্তা নিয়ে রেললাইনের ধারে বৃক্ষরোপণ

সবুজের বার্তা নিয়ে রেললাইনের ধারে বৃক্ষরোপণ
সবুজের বার্তা নিয়ে রেললাইনের ধারে বৃক্ষরোপণ

আবুল বাশার মিরাজঃ
সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ শুরু করেছে স্বেচ্ছাসেবি সংগঠন ‘হেল্প বাংলাদেশ ফাউন্ডেশন (এইচবিএফ)’। এরই ধারাবাহিকতায় বগুড়ার জেলার দুঁপচাচিয়া উপজেলার তালোড়া রেল স্টেশনের ধারে বৃক্ষরোপণ করেছে সংগঠনটি।

এতে এতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি চারাগাছ দিয়ে সহযোগিতা করে বগুড়া কলোনীতে অবস্থিত ‘আলিফ ডিপার্টমেন্টাল স্টোর’।

বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন এইচিবিফের প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ, সিইও আব্দুল্লাহ আল ফাত্তাহ্, সংগঠনের স্বেচ্ছাসেবক মাহমুদুল মোস্তফা, আব্দুল্লাহ্ আল মুকিত, ফারুক হোসেন, সুমনসহ ওই এলাকার একদল তরুণ।

বৃক্ষরোপণের বিষয়ে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ বলেন, প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বৃক্ষরাজি অনেক কম। এটির পরিমাণ বাড়াতে সরকারের পাশাপাশি সবাইকেই এগিয়ে আসতে হবে।

এর পাশাপাশি দরকার জনসচেতনতা তৈরি করা যাতে সবাই বৃক্ষরোপণে উৎসাহিত হয়। আর এ উদ্যোগটিকে এগিয়ে নিতে আমরা ইতিমধ্যে বগুড়া জেলার বিভিন্ন উপজেলার ১৭ টি স্থানে বৃক্ষরোপণ করেছি ও এই বর্ষা মৌসুমে পতীত জায়গায় সবাই যেন গাছ লাগায় সে বিষয়েও জনসচেতনতা তৈরি করছি।

-শিশির

FacebookTwitter