এক কিশোরী একাই তাড়ালো তালেবানদের

এক কিশোরী একাই তাড়ালো তালেবানদের
এক কিশোরী একাই তাড়ালো তালেবানদের

আন্তর্জাতিকঃ
চোখের সামনে প্রিয়জন হারানোর শোক কতোটা শক্তিতে রূপান্তর করা যায়, তার সাক্ষী হয়ে রইলো আফগানিস্তান। তালেবান জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা বাবা-মায়ের মৃত্যুর দৃশ্য দেখার পর নিজেকে সামলে নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন কামার গুল নামের এক কিশোরী। তার প্রতিরোধের মুখেই পালাতে বাধ্য হয় তালেবানরা।

আফগানিস্তানের ঘোর প্রদেশে ঘটেছে এই বীরোচিত লড়াইয়ের ঘটনাটি। কিশোরী কামার গুলের বাবা ছিলেন তাদের গ্রামটির প্রধান। সরকারের সমর্থক হওয়ায় তার দিকে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল তালেবানদের। সেই ক্ষোভ মেটাতেই সদলবলে বাড়িতে হানা দেয় তালেবান জঙ্গিরা।

বাড়ি থেকে টেনে-হিঁচড়ে বের করে গ্রামপ্রধানকে গুলি করে হত্যা করে তারা। এ সময় তাদের বাধা দিতে এগিয়ে এসে নির্মমভাবে খুন হন তার স্ত্রীও। বাবা-মায়ের এই হত্যাদৃশ্য চোখের সামনে দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি কিশোরী কামার গুল।

ঘরে থাকা একে-৪৭ দিয়ে পাল্টা গুলি করতে থাকেন তালেবানদের লক্ষ্য করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই তালেবান। বেশ কয়েকজন আহত হওয়ার পর বাকিরা তখন রণেভঙ্গ দিয়ে গ্রাম ছেড়ে পালায়। তার বীরোচিত কাজে নিজের পাশাপাশি ছোট ভাইকেও প্রাণে বাঁচান কামার।

স্থানীয় পুলিশের প্রধান হাবিবুর রহমান মালেকজাদার বরাতে বিবিসি জানায়, এ ঘটনার পুণরায় প্রতিশোধ নিতে দল বেঁধে কিশোরীর বাড়িতে এসেছিলো তালেবান জঙ্গিরা। কিন্তু গ্রামবাসী ও সরকারি মিলিশিয়ার পাল্টা আক্রমণের মুখে টিকতে না পেরে পালিয়ে যায় তারা।

এ ঘটনার পর বাড়িতে থাকা অনিরাপদ বিবেচনায় কামার গুল ও তার ছোট ভাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ আরেফ আবের।

এদিকে কিশোরী কামার গুলের বীরোচিত এই প্রতিরোধের খবর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। একে-৪৭ হাতে ধরা কামারের ছবি এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

-কেএম

FacebookTwitter