সারাদেশঃ

২৫ যাত্রী নিয়ে একটি বাস রাস্তার পাশের খালে পড়েছে। এ ঘটনায় ২৫ জনের মধ্যে ২১ জনই নিখোঁজ রয়েছেন।

আজ সকালে সিলেটের সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

উদ্ধার অভিযান পরিচালনা করছে স্থানীয় ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।

ফায়ার সাভিসের উপ পরিচালক শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত কোন লাশ পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

এছাড়া ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়ার কথা রয়েছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily