বিনোদনঃ
জনপ্রিয় গীতিকার আব্দুৃল্লাহেল বাকী আর নেই। দুই বাংলার জনপ্রিয় শিল্পী হৈমন্তী শুক্লার বাংলাদেশে রিলিজ হওয়া প্রথম একক এলবামের সবগুলো গানের গীতিকার মো. আব্দুল্লাহেল বাকী।
কথা ও সুর সমৃদ্ধ ‘মন আয়নাতে মন দেখেছি’ শিরোনামের উক্ত এলবামটির গানগুলো এখনো হৃদয় ছুঁয়ে যায়। সুবীর নন্দীসহ একালের অনেক জনপ্রিয় শিল্পীদের গানের গীতিকার তিনি।
গত ৩ জুলাই ২০২০, শুক্রবার পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছেন গীতিকার আব্দুল্লাহেল বাকী (ইন্না নিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী। ৪ জুলাই নওগাঁর আত্রাইয়ের নন্দী গ্রামে মায়ের কবরের পাশেই সমাহিত করা হয় তাঁকে ।
ব্যক্তি জীবনে তিনি একজন প্রকৌশলী ছিলেন। সাদা মনের মানুষ হিসেবে খ্যাত আব্দুল্লাহেল বাকী একজন কবিও। জনপ্রিয় হয়েছিল ‘চেতনা’ শিরোনামের কবিতার বইসহ বেশ কয়েকটি বই।
তাঁর অধিকাংশ গানের সুরকার ও সংগীত পরিচালক গোলাম সারোয়ার বলেন, আব্দুল্লাহেল বাকী একজন গুণী গীতিকার এবং লেখক। বাংলাদেশ টেলিভিশনের একজন প্রথম শ্রেণির গীতিকার। তাঁর লেখা হামদ ও নাত অত্যন্ত সমৃদ্ধ ও জনপ্রিয়। ক্ষণজন্মা এই ব্যক্তি চিরকাল তাঁর কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন।
-শিশির