গণমাধ্যমঃ
করোনাভাইরাসে আক্রান্ত ভাষাসৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী মারা গেছেন। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে আজ ২০ জুন, সকালে মৃত্যুবরণ করেন এই বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
এর আগে গতকাল ১৯ জুন, শুক্রবার বিকেলে কামাল লোহানীকে ওই হাসপাতালে আইসিইউতে নেয়া হয় বলে জানিয়েছিলেন হাসপাতালটির পরিচালক ফারুক আহমেদ।
এর আগে গত ১৭ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে ৮৬ বছর বয়সী কামাল লোহানীকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। গত মাসেও অসুস্থ হওয়ার কামাল লোহানীকে হাসপাতালে ভর্তি করা হয়।
-ডিকে