শাহিনুর নার্গিসঃ

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সকল প্রাইভেট হাসপাতালকে যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়া করোনা সেবা দিতে নির্দেশ দিন।প্রয়োজনে হাসপাতালে শুধু গরমজল,লেবুজল খাওয়ানো হোক।আমাদের অনেকেরই মানসিক শক্তি অনেকের মত নয়।হাসপাতালে গেলে হয়তো রোগীর অন্তত মানসিক শক্তি বৃদ্ধি পাবে। দুর্বলদের অনেক বড় উপকার হবে।

তাছাড়া করোনার সময় আপনজনরাও বিমুখ আচরণ করে।করোনা রোগীকে ভাইরাস জনিত রোগের কারণে একা/বনবাসের মত জীবন যাপন করতে হয় যা মনোবল ভাঙ্গার একমাত্র কারণ হযে দাঁড়ায়। তাই প্রিয়জনকে টাকার বিনিময়েও যেনো অন্তত একজন নার্সের তত্বাবধানে রাখা যায় যে অন্তত রোগীকে গরমজলটুকু সময়মত দিতে পারবেন।মাননীয় প্রধানমন্ত্রী আইসিইউ চাইনা,অক্সিজেন চাইনা,ফোমের রাজকীয় বেড চাই না,বড় বড় ডাক্তার চাইনা শুধু একজন নার্স/সেবিকার সেবা পাওয়ার অধিকারটুকু দয়া করে দিন আমাদের।চাল চোর,গম চোর,তেল চোরের বিচারও চাই না,অক্সিজেন মজুতকারীর বিচার চাই না,করোনা নিয়ে ব্যবসা করার লোকদের অভিশাপও দেই না।

একজন সামান্য নাগরিক হিসেবে,একটি ভোটের মালিক হিসেবে একজন সেবিকার অর্থের বিনিময়ে সামান একটু নরমাল সেবা পাবার অধিকারটুকু শুধু আমরা টাকার বিনিময়ে ত্রাণ হিসেবে চাই।


সকল প্রাইভেট হাসপাতাল,ক্লিনিকগুলো যদি আপনার কথায় এগিয়ে আসে তাহলেও রাষ্ট্রীয় ব্যর্থতা একটু হলে ঘুচাতে পারবেন।এখন মুক্তিযুদ্ধের মত সময়।বঙ্গবন্ধুর মত আরেকটি ঘোষণা ভীষণ প্রয়োজন,”যার যা আছে তাই নিয়ে করোনা শত্রু মোকাবেলায় ঝাপিয়ে পড়তে হবে”।


সময় অনেক বয়ে গেছে,আরো কত সময় লাগবে তা অনিশ্চিত। এই ভাইরাস মোকাবেলায় একমাত্র যোদ্ধা ডাক্তার,নার্স & হাসপাতাল /ক্লিনিকগুলো।এই দূর্যোগের সময় আসল অস্ত্র এবং যোদ্ধারাই যদি নিরব থাকে তাহলে দেশ কখনো মুক্ত হতে পারবে না।

লাশের মিছিল আরো বড় হতে থাকবে।সেই মিছিলের সারি হয়তো আমি/আপনি,আমার প্রিয়জন,আপনার প্রিয়জন দিয়ে আরো বড় হতে থাকবে।মিছিলকে এখনই ছোট করার সময়। মৃত্যুর মিছিল ছত্রভঙ্গ করার এখনও সময় আছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily