ভারত ছাড়তে বলা হলো মনীষা কৈরালাকে

ভারত ছাড়তে বলা হলো মনীষা কৈরালাকে
ভারত ছাড়তে বলা হলো মনীষা কৈরালাকে

বিনোদন ডেস্ক:

নেপালের বিখ্যাত কৈরালা পরিবারের মেয়ে মনীষা কৈরালা। নেপালি হলেও তিনি আজ সাফল্যের সঙ্গে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। ১৯৯১ সালে, ‘সওদাগর’ ছবি দিয়ে তিার জাদুকরি যাত্রা শুরু করেছিলেন। এরপর একে একে অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন মনীষা।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, গত ১৮ মে নেপাল সরকার একটি নতুন মানচিত্র প্রকাশ করে। এতে ভারতের তিনটি জায়গা লিপুলেখ, লিমপিয়াধুরা, কালাপানি এগুলিকে নেপালের বলে দাবি করা হয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চরমে। আর সেই বিতর্কেই নাম চলে আসে মনীষা কৈরালার।

মনীষা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থন করে বলেন, ‘আমাদের ছোট দেশেরও আত্মমর্যাদা রয়েছে।’ নাম না করে চীনকেও টেনে আনেন তিনি। বলেন, ‘তিনটি দেশের একসঙ্গে বসে এই বিতর্ক মিটিয়ে নেওয়া উচিত।

এ দেখে অনেক ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মনীষাকে তুলোধুনে করেন।  ভারত ছেড়ে নেপালে ফিরে যাওয়ার কথা বলেছেন। অনেকেরই বক্তব্য, ভারতে থাকা বাকি নেপালিদেরও নিজের দেশে ফিরে যাওয়া উচিত। অভিনেত্রী অবশ্য মত থেকে সরছেন না। তার ভাষ্য, ‘নেপালের মতো ছোট দেশেরও সম্মানের সঙ্গে নিজের দাবিগুলো জানানোর অধিকার আছে।’

-এফকে

FacebookTwitter