অনলাইন ডেস্ক:
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশব্যাপী সড়ক-মহাসড়কে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও কোনো পণ্যবাহী যানবাহনে কৌশলে যাত্রী পরিবহন করা হলে সেটি সরকারি আদেশ অমান্যের সামিল, যা সড়ক পরিবহন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। যে সব পণ্যবাহী যানবাহন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী সাধারণ ছুটির ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি এক আদেশে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত ৩০মে পর্যন্ত বর্ধিত করে। একই সঙ্গে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
-এফকে