করোনায় আক্রান্ত ৪৮ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে

করোনায় আক্রান্ত ৪৮ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে
করোনায় আক্রান্ত ৪৮ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে

করোনা সংবাদঃ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ১৯ মে, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ লাখ ৯১ হাজার।

ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় ৩ লাখ ২০ হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৯১ হাজার ৩২৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৭ হাজার ৪১৩ জন।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৯৮১ জন। আর আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ২৯৪ জন।

এদিকে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পড়েই যুক্তরাজ্যের অবস্থান। দেশটিতে এ পর্যন্ত ৩৪ হাজার ৭৯৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৪০৬ জনে। আর ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৭ জনে। আর সংক্রমিত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৮৮৬ জন।

ইউরোপের আরেক দেশ স্পেনে মৃতের সংখ্যা ২৭ হাজার ৭০৯ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৮ হাজার ১৮৮ জন। এছাড়াও ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ২৩৯ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৭৯ হাজার ৯২৭ জন।

ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৩৬৮ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৫৩ জনে।

রাশিয়াতে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৯০ হাজার ৬৭৮ জন। আর এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে দুই হাজার ৭২২ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ২৮৯ জন। আর মৃতের সংখ্যা আট হাজার ১২৩ জনে দাঁড়িয়েছে।

তুরস্কে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৯৩ জন। আর প্রাণহারিয়েছেন চার হাজার ১৭১ জন। ইরানে আক্রান্ত হয়েছে ১ লাখ ২২ হাজার ৪৯২ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৫৭ জন।

এদিকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২৮ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ১৫৬ জন।

এ বছরই আসছে করোনার ভ্যাকসিন

বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮৭০ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা ৩৪৯ জনে দাঁড়িয়েছে।

-ডিকে

FacebookTwitter