ক্ষুধা মেটাতে গরুর রক্ত কিনতে লস্বা লাইন

ক্ষুধা মেটাতে গরুর রক্ত কিনতে লস্বা লাইন
ক্ষুধা মেটাতে গরুর রক্ত কিনতে লস্বা লাইন

আন্তর্জাতিকঃ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো ভেনেজুয়েলাতেও চলছে লকডাউন। আর এতে দেশটিতেও মানুষরা অর্থ আর খাবার সংকটে পড়েছেন।

ক্ষুধার মেটাতে দেশটিতে অনেককে গরুর ‘রক্ত’ও কিনতে দেখা গেছে। রয়টার্সের খবরে বলা হয়, ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় শহর সান ক্রিস্টোবালের একটি কসাইখানার সামনে হত দরিদ্র মানুষেরা লাইন ধরে দাঁড়িয়েছেন। বিনামূল্যে প্রোটিন সংগ্রহ করতে গবাদি পশুর রক্ত নিতে তারা এ লাইনে দাঁড়িয়ে আছেন।

২০ বছর বয়সী মেকানিক আলেয়ার রোমেরো একটি গ্যারেজে চাকরি করতেন। সম্প্রতি তিনি তার চাকরিটি হারিয়েছেন। এখন সপ্তাহে দুই বার রক্ত সংগ্রহ করতে কসাইখানায় যান এ যুবক।

সান ক্রিস্টোবাল কসাইখানাতে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন লোক গবাদিপশুর রক্ত নিতে আসেন। অথচ মহামারির আগে এসব রক্ত ফেলে দেয়া হতো।

ভেনেজুয়েলার ঐতিহ্যবাহী ‘পিচন’ সুপের একটি উপাদান গরুর রক্ত। করোনার ফলে সৃষ্ট সংকটে ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়াতেও এ স্যুপ খাওয়ার প্রবণতা বাড়ছে।

ভেনেজুয়েলায় এক কেজি গরুর মাংসের দাম ন্যূনতম মজুরির দ্বিগুণ। ছয় বছর ধরে দেশটির অর্থনীতি খারাপ অবস্থা। বর্তমানে মহামারির কারণে তা আরো খারাপ হয়েছে।

-ডিকে

FacebookTwitter