করোনা সংবাদঃ
সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক মিলিয়ে ৩৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ছয়জন মারা গেছেন।
আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন। এ তথ্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ)।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১১ মে, সোমবার এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, এখন পর্যন্ত ঢাকা সিএমএইচে সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক/অসামরিক সদস্য ও তাদের পরিবারবর্গ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৮৮ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৬ জন রোগী। তাদের মধ্যে ৪ জন অবসরপ্রাপ্ত এবং ২ জন কর্মরত সেনাসদস্য রয়েছেন। মৃত ৬ জনই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাধিকৃত সদস্য ও তাদের পরিবারবর্গের করোনা ভাইরাস পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) তে ০৩ টি এবং অন্যান্য সেনানিবাসে অবস্থিত সিএমএইচে ১০ টি আরটি-পিসিআর (RT-PCR) মেশিন বিদ্যমান আছে।
করোনায় ছেলের মৃত্যু শুনে স্ট্রোকে বাবার মৃত্যু
এছাড়া এখন পর্যন্ত এএফআইপিতে নিজস্ব ব্যবস্থাপনায় ৩১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও সকল সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ঔষাধিসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ রয়েছে বলেও জানায় আইএসপিআর।
-ডিকে