করোনায় দুদকের আরও একজনের মৃত্যু

করোনায় দুদকের আরও একজনের মৃত্যু
করোনায় দুদকের আরও একজনের মৃত্যু

করোনা সংবাদঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমানের। ৯ মে, শনিবার দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, আজ দুপুরে তার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে খলিলুর রহমানের আরেক সহকর্মী জানান, খলিলুর রহমান গত ১০-১২ দিন ধরে সর্দি জ্বরে ভুগছিলেন। মুগদা পাড়ায় নিজ বাসার কাছে এক ডাক্তারকে দেখান।

তিনি আরো জানান, ডাক্তারের পরামর্শ অনুযায়ী টাইফয়েড চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল (শুক্রবার) থেকে শ্বাসকষ্ট শুরু হয়। কোভিড টেস্ট ছাড়া কোনো হাসপাতাল ভর্তি নেয়নি। পরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়ে শিশু হাসপাতালে করোনা টেস্ট করান খলিলুর রহমান।

তার ওই সহকর্মী আরো জানান, করোনা পজিটিভ হওয়ায় কাল রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি হন। সেখানে আইসিইউর স্বল্পতায় অক্সিজেন দিয়ে চিকিৎসা দেয়া শুরু করে।

তিনি দুপুর দেড়টায় মৃত্যুবরণ করেন। জানা যায়, খলিলুর রহমানের গ্রামের বাড়ি ঝলকাঠি জেলায়। ঢাকায় মুগদায় পরিবার নিয়ে থাকতেন। স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন তিনি।

-ডিকে

FacebookTwitter