করোনা সংবাদ:
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে। সোমবার পর্যন্ত সাড়ে ১১ লাখ ৫৪ হাজার ৫৭ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। করোনার এখন পর্যন্ত কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি। তবে অধিকাংশ মানুষ এমনিতেই সুস্থ হয়ে উঠেন।
করোনার সংক্রমণ ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশেই লকডাউন চলছে। মানা হচ্ছে সামাজিক দূরত্ব। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে দুই লাখ ৪৮ হাজার ২৮৬ জনের। আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৬৬ হাজার ১৯৫ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এ বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
-এফকে