আন্তর্জাতিকঃ
করোনা আক্রান্তের পর দুই জন ডাক্তারের নিবিড় যত্ন ও চিকিৎসায় করোনাভাইরাসের ছোবল থেকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিশ্বের সংকটময় মুহূর্তে তার এই আনন্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন আনন্দ। তিনি ছেলের বাবা হয়েছেন।
বাবা হবার সে আনন্দকে পরিপূর্ণতা দিতে তাকে পরিচর্যকারী দুই চিকিৎসকের নামের সঙ্গে মিল রেখেছেন উইলফ্রেড লরি নিকোলাস জনসন।

ইনস্টাগ্রামে পোষ্ট দেয়া বান্ধবী ক্যারি সিমন্ডস বলেন, বরিস করোনায় আক্রান্ত হওয়ার পর যে দুই ডাক্তারের আওতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সন্তানের নামে তাদের নাম জুড়ে দিয়েছেন। এ ছাড়া, বরিস ও তার বান্ধবীর দাদার নামের অংশও ছেলের নামের সঙ্গে যুক্ত হয়েছে। খবর বিবিসির

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily